লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথিরা। ছবি- সমকাল
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৭:৫৭ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৮:১৩
নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৪০তম শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। বুধবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৭৭ হাজার ২০০ টাকার বৃত্তি দেওয়া হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ।
শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন নাসার গবেষক ও যুক্তরাষ্ট্রের ওয়েনি স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম মুহাম্মদ নেওয়াজ, ট্রাস্টের সহ-সভাপতি শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ শ ম আনোয়ারুজ্জামান, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফেলো ড. আনিক আফসান নেওয়াজ, অধ্যক্ষ অনিন্দ্য সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, প্রভাষক মরিয়ম সাথী, প্রভাষক আবুল বাশার সুমন, উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম। বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, সাংবাদিক রূপক মুখার্জি প্রমুখ।