চুনারুঘাটে জমি নিয়ে বিরোধ, রগ কেটে বৃদ্ধকে হত্যা

প্রতীকী ছবি।
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৭:০৯
চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মফিল চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সে ওই গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে ওই গ্রামের সরকারি খাস জমি নিয়ে আব্দুল আলী চৌধুরীর ছেলে মফিল চৌধুরীর সঙ্গে একই গ্রামের আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া ও আনোয়ার মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা রয়েছে।
বৃহস্পতিবার উল্লেখিত সময়ে গ্রামের সুকুইন্না টিলা নামকস্থানে মফিল মিয়াকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে তার চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে রাত আড়াইটায় তার মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় মফিল সিলেট ওসমানীতে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- রগ কর্তন
- বৃদ্ধাকে নির্যাতন
- হবিগঞ্জ
- চুনারুঘাট