ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত ৩০

যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত ৩০

হাসপাতালে ভর্তি পদদলিত হয়ে আহতদের একজন। ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:৪০ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৫:৩৫

যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে শহরতলীর পুলেটহাটে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় আহতের এই ঘটনা ঘটে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ন ম বজলুর রশিদ হাসপাতালে পাঁচজন ভর্তির বিষয়টি নিশ্চিন্ত করে জানান, তারা সবাই শঙ্কামুক্ত। এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন অন্তত ৩০ জন।

আহতরা জানান, শুক্রবার রাতে মাহফিলস্থলের প্রধান ফটকের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অতিরিক্ত মানুষের সমাগমে বন্ধ হয়ে যায় চলাচল। এ সময় সড়কের ওপরে মানুষের ভেতরে আগে যাওয়া আসাকে কেন্দ্র করে হট্টগোল শুরু হলে ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। এতে পদদলিত হয়ে অনেকেই আহত হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানায়, অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক মৃত্যুর গুজবও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি।

এদিকে আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তজার্তিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারীর আসর খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকালে থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কেও শিশু, নারী, পুরুষের ঢল নামে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলেরহাটে। 

এদিন সন্ধ্যায় আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×