চুরি করতে দেখে ফেলায় সাংবাদিকের বাবা-মার ওপর হামলা

ছবি: সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৬:১৮ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ১৬:৪৫
ফরিদপুরের মধুখালী উপজেলায় ডুমাইনে সাংবাদিক সৌগত বসুর বাড়িতে চুরি করতে গেলে দেখে ফেলায় তার বাবা মা ও গৃহপরিচারিকাকে কুপিয়ে জখমের ঘটনার একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল জলিল।
আটক পল্লব কুমার রায় (১৯) জেলার মধুখালী উপজেলার ডুমাইন বটপাড়া গ্রামের পরিমল কুমারের ছেলে। এ ঘটনায় একটি স্টিলের লাঠি ও দা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, নেশার টাকা জোগাড় করতে চুরির জন্য শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ওই বাড়িতে প্রবেশ করে চোর। এসময় গৃহকর্তা শ্যামলেন্দু বসু দেখে ফেললে চোর পালানোর সময় তাকে ও তার স্ত্রীর মাথায় স্টিলের লাঠি দিয়ে বারি মেরে পালিয়ে যায়।
এই ঘটনায় শ্যামলেন্দু বসুর ছেলে ঢাকায় কর্মরত আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসু বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে মধুখালী উপজেলার ডুমাইন খেয়াঘাট থেকে পল্লবকে আটক করে। পরে তাকে আদালতে প্রেরণ করলে নিজের দোষ স্বীকার করে ১৪৪ ধারা জবানবন্দি দেয় সে।