ঢাকা শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ছবি:সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ২১:০২

নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রাম পানিহাটা তালতলার মাঠ এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এসব পণ্য ভারত থেকে চোরাই পথে আমদানির সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি চক্রের সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে পানিহাটা তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। পরে কার্টনভর্তি ২০ হাজার ৮৪৪টি সানগ্লাস, ৪১টি শাড়ি, ১৪টি লেহেঙ্গা, ১টি ফেন্সি গাউন, ১টি ফেন্সি লেহেঙ্গা জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।

আরও পড়ুন

×