ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ফাইল ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫ | ১৬:০৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ১৬:১২
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, রেজাকে আটকের পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, শূন্য রেখা অতিক্রম করে ভারতের কাঁটাতারের কাছে গেলে রেজাকে আটক করে বিএসএফ। তাকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।