সূর্যের দেখা নেই দুদিন, শীতে জবুথবু গাইবান্ধার জনজীবন

ছবি-সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১০:১৬
শীতে কাহিল গাইবান্ধা জেলার মানুষ। জেলায় গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে জবুথবু মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যেরও।
মঙ্গলবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রংপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠান্ডায় ভোগান্তিতে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্পআয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র জেলার মানুষ।
অটোরিকশা চালক আবু নাইম বলেন, দুদিন সূর্যের দেখা নাই। খুব ঠান্ডা, গাড়ি চালানো যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি আমরা।
রংপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজার রহমান জানান, গত দুদিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ মাসেই শৈত্যপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
- বিষয় :
- গাইবান্ধা
- শীত
- শীতে জবুথবু