ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

সুন্দরবন রক্ষায় পরিবেশবাদীদের অবস্থান কর্মসূচি

সুন্দরবন রক্ষায় পরিবেশবাদীদের অবস্থান কর্মসূচি

মোংলায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সব বন্যপ্রাণী হত্যা বন্ধ, সুন্দরবনকে রক্ষায় শুক্রবার অবস্থান কর্মসূচি কয়েকটি পরিবেশবাদী সংগঠনের সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫ | ০০:০৩

আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে সব বন্যপ্রাণী হত্যা বন্ধ, সুন্দরবনকে রক্ষা এবং বনবিনাশী প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে মোংলা সরকারি কলেজ চত্বরের ম্যানগ্রোভ বনে এ কর্মসূচি পালিত হয়। 
পরিবেশবাদী সংগঠন সুন্দরবন রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটারকিপার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সার্ভিস বাংলাদেশের আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। 
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী নূর আলম শেখ। এ সময় বক্তব্য দেন সার্ভিস বাংলাদেশের সভাপতি  মোস্তাফিজুর রহমান মিলন, পরিবেশকর্মী কমলা সরকার, ছবি হাজরা, ইদ্রি ইমন, হাছিব সরদার প্রমুখ। 
সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী নূর আলম শেখ বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে; কিন্তু সুন্দরবনকে রক্ষা করবে কে। দখল এবং দূষণে সুন্দরবন ভারাক্রান্ত। বনবিনাশী প্রকল্প ও কার্যক্রম বন্ধ করতে না পারলে সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। 
পরিবেশকর্মী কমলা সরকার বলেন, সুন্দরবনের বাফার জোন এলাকায় বেপরোয়া শিল্পায়ন রুখতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবে না। 
 

আরও পড়ুন

×