মৃত্যুর আড়াই মাস পর ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ০৭:০৩ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ | ০৮:৫১
মৃত্যুর আড়াই মাস পর ছাত্র-জনতার ওপর হামলার মামলায় আসামি করা হয়েছে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নানকে। গত রোববার রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় করা এই মামলায় ৫৮ নম্বর আসামি করা হয়েছে তাঁকে। মামলাটির করেছেন জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী আব্দুল আলীম দুলাল।
প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে। এ ছাড়া আসামির তালিকায় রাজশাহী-৩ আসনের সাবেক এমপি আয়েন উদ্দীন ও রাজশাহী-২ (সদর) আসনের সাবেক স্বতন্ত্র এমপি শফিকুর রহমান বাদশার ছেলে রুয়েট কর্মকর্তা মাহমুদুর রহমান দীপনেরও নাম আছে। মামলায় মোট ১২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৩৫০ জনকে।
আবদুল মান্নান মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগরের কমান্ডার ছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের বোয়ালিয়া থানা এলাকার নেতৃত্ব দিয়েছেন। গত ১৭ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন রাজশাহীর টিকাপাড়া গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে জানতে বাদী আব্দুল আলীম দুলালের নম্বরে ফোন করলে তাঁর ভাই শফিকুল ইসলাম বলেন, আমি জামায়াতে ইসলামীর কর্মী। আমার ভাই আব্দুল আলীম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলায় আমার ভাই গুলিবিদ্ধ হয়েছিলেন। সংগঠনের তদারকিতে মামলা করা হয়েছে।
মামলায় মৃত ব্যক্তিকে আসামি করার ব্যাপারে শফিকুল ইসলাম বলেন, আমাদের মুরুব্বিরা সবকিছু করেছেন। কোনো বিষয়ে কথা বলার থাকলে রাজশাহী জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঙ্গে কথা বলতে পারেন।
এ প্রসঙ্গে জামায়াত নেতা জসিম উদ্দিন সরকার বলেন, মামলা সম্পর্কে তেমন কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানানো সম্ভব হবে।
বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আসামির তালিকায় মৃত ব্যক্তি আছেন কিনা, তা জানি না। আসামিরা ঘটনায় যুক্ত কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।