ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

যবিপ্রবির সাবেক ভিসিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যবিপ্রবির সাবেক ভিসিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫ | ০১:১১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ভিসি ড. মো. আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের চার্জশিটের ওপর শুনানি শেষে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।

গ্রেপ্তারি পরোয়ানার অন্য আসামিরা হলেন– ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক প্রোভিসি অধ্যাপক ড. কামাল উদ্দীন ও যবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপপরিচালক আব্দুর রউফ। দুদকের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৩ সালের ২১ আগস্ট দুদক যশোরের তৎকালীন উপপরিচালক আল আমিন বাদী হয়ে মামলাটি করেন।

এজাহারে বলা হয়, ২০০৯ সালে যবিপ্রবির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদের জন্য আবেদন করেন আব্দুর রউফ। তিন সদস্যের নিয়োগ বাছাই বোর্ডে ড. আব্দুস সাত্তার সভাপতি, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত খালেদুর রহমান টিটো সদস্য ও ড. কামাল উদ্দিন বিশেষজ্ঞ সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী আব্দুর রউফের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এরপরও বাছাই বোর্ড তাঁকে ওই পদে নিয়োগে সুপারিশ করে। যবিপ্রবির চতুর্থ রিজেন্ট বোর্ড সভায় এটি উপস্থাপিত হলে অভিজ্ঞতার ঘাটতি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আব্দুর রউফকে সেকশন অফিসার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। বোর্ড সভাপতি হিসেবে ড. আব্দুস সাত্তার উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়াই তাঁকে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।

আরও পড়ুন

×