পাটগ্রাম বিএনপির সভাপতি শপিকার, সাধারণ সম্পাদক ওয়ালিউর

শপিকার রহমান ও ওয়ালিউর রহমান সোহেল
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১১:০০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে পাটগ্রাম উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে কাউন্সিল অধিবেশনে কমিটি গঠন হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
কমিটি গঠনে আগ্রহী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র ও ভোটের জন্য ব্যালট পেপার নিয়ে বিকেলে নির্বাচনের প্রস্তুতির নেওয়া হয়। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব আগ্রহী প্রার্থীদের নিয়ে আলোচনায় বসেন। পরে ঐক্যমতের ভিত্তিতে রাত ৮টার দিকে আংশিক কমিটি গঠিত হয়। শপিকার রহমানকে সভাপতি ও ওয়ালিউর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক এবং শওকত হায়াত প্রধান বাবুকে যুগ্ম সাধারণ নির্বাচিত হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- পাটগ্রাম সীমান্ত
- কমিটি গঠন