জামালপুরে দাফনের ৫৫ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৫:৩৯
জামালপুরের সদর উপজেলায় দাফনের ৫৫ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য ছাবেদ আলীর নামের এক কৃষকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদের উপস্থিতিতে জামালপুর থানা পুলিশ ওই লাশ উত্তোলন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান, জামালপুর সদর উপজেলার চরগোবিন্দবাড়ি গ্রামের কৃষক ছাবেদ আলীকে জমি-জমার লোভে গত ২ জুলাই রাতে তার তৃতীয় স্ত্রী গেন্দি বেগম, ছেলে মনির উদ্দিন, মেয়ে কুকিলা ও এক প্রতিবেশী মিলে মুখে কসটেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে স্বাভাবিক মৃত্যু বলে প্রচারণা চালিয়ে বাড়ির পাশে কবর দেয়।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ঘটনা জানাজানি হলে নিহতের প্রথম পক্ষের বড় মেয়ে সাফিয়া বেগম বাদী হয়ে জামালপুর জুডিসিয়াল আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।