ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

যশোরে পুলিশ পরিদর্শকের কারাদণ্ড

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:০৫

যশোরে চেক ডিজঅনার মামলায় পুলিশের পরিদর্শক মোয়াজ্জেম হোসেনকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার এক রায়ে যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ সাজা দিয়েছেন। 

মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনা ডিআইজি অফিসে সংযুক্ত আছেন এবং ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। রায়ে সাজাপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেনকে পলাতক দেখানো হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, অ্যাডভোকেট মাহবুব আলম যশোর আইনজীবী সমিতির সদস্য। পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পরিচিত ও ঘনিষ্টজন। মোয়াজ্জেম হোসেনের টাকার প্রয়োজন হওয়ায় অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গিকার করে ৬ লাখ ৪০ হাজার টাকা ধার নেন মাহবুব আলমের কাছ থেকে। পরে মোয়াজ্জেম হোসেন ধারের টাকা পরিশোধ না করে ঘোরতে থাকেন। এক পর্যায়ে তাকে চাপ দিলে তিনি সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকে ৬ লাখ ৪০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন। চেকে দেওয়া ধার্য দিনে ব্যাংকে জমা দিলেপর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনকে লিগ্যাল নোটিশের মাধ্যমের টাকা দেওয়ার জন্য অনুরোধ করলেও টাকা দেননি। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি ২০১৯ সালের ৬ নভেম্বর জুডিসিয়াল আদালতে এ মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর বিনাশ্রম করাদণ্ড ও ৬ লাখ ৪০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। 

whatsapp follow image

আরও পড়ুন

×