ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

রাতে জলসায় যাওয়া শিশুর বস্তাবন্দি লাশ মিলল সকালে

রাতে জলসায় যাওয়া শিশুর বস্তাবন্দি লাশ মিলল সকালে

খুন হওয়া শিশু আলীর স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর ভিড়। ছবি: সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০৩:১২

পাবনার ফরিদপুরে ইসলামী জলসা শুনতে গিয়ে খুন হয়েছে আলী হোসেন (১০) নামের এক শিশু। পাবনার ফরিদপুর উপজেলার বড়াল নদী থেকে শুক্রবার সকালে পুলিশ আলী হোসেনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। 

আলী হোসেন ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে ইসলামী জলসা শুনতে যায় আলী হোসেন। জলসা শেষ হলেও বাড়ি না ফিরলে স্বজনরা তাকে রাতভর খুঁজতে থাকেন। কিন্তু কোথাও খুঁজে পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে বড়াল নদীর পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। এরপর বস্তা খুলে এক শিশুর লাশ পান তারা। খবর পেয়ে আলীর স্বজনরা গিয়ে লাশটি শনাক্ত করেন। 

 ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে তার কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'

whatsapp follow image

আরও পড়ুন

×