ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

কমিটি গঠন নিয়ে মুখোমুখি শ্রমিকরা

কমিটি গঠন নিয়ে মুখোমুখি শ্রমিকরা

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। ছবি: সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৪৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৪৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। শনিবার বিক্ষোভ করেন তারা।

শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিঅ্যান্ডএফ ভবনে তাদের ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান। অন্যটির মো. রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। এ ঘটনায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তিনি বলেন, আমরা চাই গোপন ব্যালটের নির্বাচন।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।



whatsapp follow image

আরও পড়ুন

×