কটিয়াদীর ২ কেন্দ্রে সংঘর্ষ, ভোট বন্ধ

প্রতীকী ছবি
কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১ | ০২:১৭ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ | ০২:২৪
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ৬৮নং উত্তর চরপুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার লুটের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা ধরে ভোটগ্রহণ স্থগিত ছিল। কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মাসুদুল হক সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
সংঘর্ষে চারজন আহাত, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
এদিকে উপজেলার চান্দুপুর ইউনিয়নের ভদ্রাসন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ভোটগ্রহণ স্থগিত আছে। দুপুর সাড়ে ১২টার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- কটিয়াদী
- আওয়ামী লীগ