ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দুপুরেও কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ

দুপুরেও কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ

ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২২ | ০৪:৪৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২২ | ০৪:৪৪

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এখানে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। 

আবহাওয়া অধিদপ্তর জানায়, জেলার বিভিন্ন এলাকায় মূলত প্রতিদিন বিকেলের পর থেকেই কুয়াশা শুরু হয়। রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো কুয়াশা ঝরে। দুপুরের দিকে কিছু সময় রোদের ঝলক দেখা গেলেও তাপ ছড়ানোর আগেই কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশ।

এদিকে জেলার দুই লাখ দুঃস্থ মানুষের বিপরীতে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৩০ হাজার শীতের কম্বল বিতরণ করা হয়েছে। দুঃস্থদের শীতের প্রকোপ থেকে রক্ষায় আরও শীত বস্ত্র বরাদ্দের দাবি স্থানীয়দের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। অব্যাহত থাকতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

আরও পড়ুন

×