ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মাদক মামলায় 'গোল্ডেন' মনিরের বিচার শুরু

মাদক মামলায় 'গোল্ডেন' মনিরের বিচার শুরু

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২ | ১১:১৯ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ | ১১:১৯

আলোচিত মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম বৃহস্পতিবার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। সেই সঙ্গে তিনি আগামী ২ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। এর মাধ্যমে আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

২০১৯ সালের ২০ নভেম্বর গভীর রাতে গোল্ডেন মনিরের রাজধানী বাড্ডার বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ ভরি স্বর্ণের গহনা, বিদেশি পিস্তল, গুলি, মদ, ১০ দেশের বিপুল বৈদেশিক মুদ্রা ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করে র‌্যাব। র‌্যাবের দাবি, ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নিয়েছেন তিনি। এরপর ২২ নভেম্বর বাড্ডা থানায় মনিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা করে র‌্যাব। ২০২১ সালের ২৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক আবদুল মালেক মাদক ও অস্ত্র আইনের মামলায় পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন

×