মার্কিন কর্মকর্তা আফরিন আক্তার আসছেন সোমবার
-samakal-652abb0d356e8.jpg)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:০০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৬:০৪
বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার। সোমবার তাঁর ঢাকা পৌঁছার কথা রয়েছে। এই সফরে প্রাধান্য পাচ্ছে বাংলাদেশের সংসদ নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু।
আফরিন আক্তার ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সোমবার ঢাকায় পৌঁছার পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা ত্যাগের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন আফরিন আক্তার। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার ও অধিকারের আদিলুর রহমানের বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন স্বচ্ছ করতে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আফরিন আক্তারকে জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘আফরিন মূলত দুটি ইস্যুতে আলাপ করার জন্য বাংলাদেশ আসছেন। একটি হচ্ছে রোহিঙ্গা সংকট, অন্যটি আসন্ন সংসদ নির্বাচন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের উপদেষ্টা ডেরেক শোলে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেন। এই প্রেক্ষাপটে আফরিন আক্তার বাংলাদেশের নির্বাচন বিষয়ে বিশেষ বার্তা নিয়ে আসছেন বলে মনে করছেন কেউ কেউ।
মার্কিন এই কর্মকর্তা এর আগে গত বছরের ৫ নভেম্বর ঢাকা সফর করেন।
- বিষয় :
- যুক্তরাষ্ট্র
- পররাষ্ট্র দপ্তর
- নির্বাচন