ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাৎ

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩ | ১৫:২০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৩ | ১৫:২০
সহজ উপায়ে ব্যাংক ঋণ পাইয়ে দেওয়া হবে– এমন চটকদার বিজ্ঞাপন দেওয়া হতো ফেসবুক পেজে। বিজ্ঞাপনে থাকা ফোন নম্বর কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করতেন আগ্রহীরা। ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিট।
ডিবির দাবি, চক্রটির মূল হোতা সৈয়দ আরিফ হাসান রনি নামে এক ব্যক্তি, যিনি সাবেক এক যুগ্ম সচিবের ছেলে। রনিসহ পাঁচজনকে গত শুক্রবার রাজধানীর মতিঝিল ও বনশ্রী থেকে গ্রেপ্তার করা হয়। অপর চারজন হলেন– সুমন, রাসেল, হাবিব ও খন্দকার মো. ফারুক। প্রতারণার অভিযোগে ওই দিনই এক ভুক্তভোগী মতিঝিল থানায় মামলা করেন। এর তদন্ত শুরু করে ডিবির সাইবার বিভাগ (দক্ষিণ)।
ডিবি জানায়, প্রধান আসামি রনি নিজেকে আইনজীবী পরিচয় দিতেন। ভুয়া প্রতিষ্ঠান খুলে তিনি ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফেসবুক পেজে বিজ্ঞাপন দিতেন। তাতে প্রভাবিত হয়ে আগ্রহীরা যোগাযোগ করলে ‘প্রসেসিং ফি, সার্ভিজ চার্জ’সহ বিভিন্ন খাত দেখিয়ে অগ্রিম টাকা নিতেন। বিশ্বাস অর্জন করতে তিনি বিভিন্ন ব্যাংকের ঋণের ভুয়া কাগজপত্র তৈরি করে গ্রাহককে দিতেন। এ ছাড়া বিদেশে পাঠানোর নামেও টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার টাকায় ক্ষুদ্রঋণের ব্যবসা খুলেছেন। তার সঙ্গে জড়িত রয়েছেন তাঁর স্ত্রী, মাসহ আরও কয়েকজন।