ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

৪৩তম বিসিএস

রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তবুও কেন বাদ, প্রশ্ন বঞ্চিতদের

রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই তবুও কেন বাদ, প্রশ্ন বঞ্চিতদের

‘৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ’ ব্যানারে এক সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ | ২০:২৯ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ | ২০:২৯

রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা ফৌজদারি অপরাধে যুক্ত না থাকার পরও কেন বাদ দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৪৩তম বিসিএসের ভেরিফিকেশনে বঞ্চিতদের একটি দল। তারা ৫ জানুয়ারির মধ্যে গেজেটেড করে ১৫ জানুয়ারির মধ্যে যোগদান নিশ্চিতের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‌‘৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুমা আক্তার সিথি নামে এক প্রার্থী বলেন, ‘গেজেট থেকে বাদ দেওয়ায় আমাদের ২২২ জন প্রার্থী এবং তাদের ওপর নির্ভরশীল পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, চরম হতাশাগ্রস্ত ও দিশেহারা হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের পথ ধরে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য, তা পূরণে মেধা ও যোগ্যতাভিত্তিক সিভিল সার্ভিসের বিকল্প নেই। কিন্তু আমরা সুপারিশপ্রাপ্ত এবং গেজেট প্রাপ্ত হওয়া সত্ত্বেও পুনঃপ্রকাশিত গেজেটে অজ্ঞাত কারণে অন্তর্ভুক্ত না হওয়া জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী।’

তিনি বলেন, আমরা সচিবালয়ে গিয়েছিলাম। নিরাপত্তার কথা বিবেচনায় আমাদের তিনজনকে ভেতরে যেতে দেওয়া হয়। কিন্তু প্রবেশ করার পর তাদের সঙ্গে কেউ দেখা করেনি। আমরা আবেদনের একটি কপি দিয়েছি। তা গ্রহণের ফিরতি কোনো চিঠি পাইনি।

তিনি আরও বলেন, আমাদের কারও কোনো রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। কেউ ফৌজদারি অপরাধের সঙ্গেও জড়িত নয়। তবুও আমরা জানি না, আমাদের কেন বাদ দেওয়া হয়েছে। এখানেই আমরা অসহায় হয়ে পড়েছি।

শিক্ষা ক্যাডারে পদার্থবিজ্ঞান বিষয়ে সুপারিশপ্রাপ্ত শাহ মোহাম্মদ রায়হান মিয়া বলেন, বিগত সরকারের আমলে আমাদের প্রথম ভেরিফিকেশন হয়। এই সরকারের আমলে পুনরায় ভেরিফিকেশন হওয়ার পর আমাদের প্রথম গ্যাজেট প্রকাশ করা হয়। সেখানে আমাদের সবাই রয়েছে। কিন্তু পরে আমাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ছাত্রজীবনে বা অন্য কোথাও আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। আমার নামে কোনো মামলা-মোকাদ্দমা নেই। পারিবারিক বা ব্যক্তিগতভাবে কারও সঙ্গে খারাপ সম্পর্ক নেই। তবুও আমাকে কী কারণে বাদ দেওয়া হয়েছে, তা অস্পষ্ট।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গেজেট থেকে বাদ পড়া আরিফ হক, নাজমুল হক স্বপন, মোহাম্মদ নাজমুস সাকিব, শরীফুল ইসলাম, সত্যজিত দাস, হাফসা বিনতে হারিস প্রমুখ।
 

আরও পড়ুন

×