ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা

ঢাকায় পৌঁছেছে ফাইজারের টিকা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২১ | ১১:৩১ | আপডেট: ৩১ মে ২০২১ | ১৪:২৯

ফাইজার-বায়োএনটেকের করোনা প্রতিষেধক টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাত ১১টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে এ টিকা দেশে পৌঁছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সমন্বয়ে গঠিত করোনা টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে প্রাথমিকভাবে এক লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। আপাতত ওই টিকা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) সংরক্ষণাগারে রাখা হবে।

এর আগে গত ২৭ মে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। মূলত রাজধানীর বাসিন্দারা এ টিকা পাবেন। কারণ এই টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এই তাপমাত্রার রেফ্রিজারেটর রয়েছে রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিডিআর,বি) এ টিকা সংরক্ষণ করা যাবে। তবে আপাতত টিকা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সংরক্ষণাগারে রাখা হবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. সামসুল হক সমকালকে বলেন, রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া এ টিকা সংরক্ষণ করা যাবে না। এ কারণে রাজধানীর বাইরে কোনো কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া সম্ভব হবে না। তবে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কোন শ্রেণির জনগোষ্ঠী টিকা পাবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

সিনোফার্মের সঙ্গে চুক্তি শেষ পর্যায়ে-স্বাস্থ্যমন্ত্রী: চীনের সিনোফার্মের তৈরি করোনা প্রতিষেধক টিকা কেনার চুক্তি শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে জুন থেকেই ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়া যাবে। এভাবে প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসাবে তিন মাসে দেড় কোটি ডোজ টিকা আসবে। প্রতি ডোজ টিকার দাম পড়বে ১০ ডলার।

জাহিদ মালেক বলেন, টিকা এলে প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়ার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষা কার্যক্রম চালু করা যায়। ফাইজারের টিকার ক্ষেত্রেও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে।

আরও পড়ুন

×