- রাজধানী
- করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন বাণিজ্যমন্ত্রী
করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি
করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১০ দিন চিকিৎসা নিয়ে শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল) থেকে বাসায় ফেরেন তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসি এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বাণিজ্যমন্ত্রী আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়য় করোনা জয় করে দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নিবেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।’
এর আগে শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হলে গত ১৬ হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিজিএমইএর এই সাবেক সভাপতি ২০১৯ জানুয়ারিতে মন্ত্রী হিসেবে শপথ নেন।
মন্তব্য করুন