ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

শেয়ারবাজারে দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ

শেয়ারবাজারে দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪ | ১২:৪৩

শেয়ারবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন একদল বিনিয়োগকারী। সকাল ১০টায় লেনদেন শুরুর পর এসব বিনিয়োগকারী রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধন পালন করেন।

গতকাল রোববার শেয়ারবাজারে বড় দরপতনের পর আজও দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন, টানা দরপতনে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন লাখ লাখ বিনিয়োগকারী। অথচ পুঁজির নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিএসইসি। কিন্তু সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থা কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে এসেছেন।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) মনে করছে, চলতি দর পতন স্বাভাবিক নয়। কী কারণে দর পতন হচ্ছে, তা অনুসন্ধানে গতকালই সংস্থার অতিরিক্ত পরিচালক সামসুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিনিয়োগে আস্থা ফেরাতে করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে ১০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।

পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির বিনিয়োগ বাড়াতে আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য দ্রুত ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ হাজার কোটি টাকার ঋণ পেতে সরকারি গ্যারান্টিপত্র দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র সফর শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশে ফেরার পরই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

আরও পড়ুন

×