ঝুঁকিপূর্ণ ৮০ শতাংশ স্টান্ট নিজেই করেছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৪৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩ | ০৬:৪৭
‘মার্ভেল’ সিনেমাখ্যাত রুশো ব্রাদার্সের ‘সিটাডলে’ সিরিজে কাজ করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যার কাজ শেষ হয়েছিল বহু আগে। অবশেষে প্রতীক্ষার অবসান। গতকাল মুক্তি পেয়েছে ‘সিটাডেল’-এর প্রথম সিজন।
এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন ‘গেম অব থ্রোন্স’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। প্রিয়াঙ্কার প্রথম সিরিজের অভিনয়ে মুগ্ধ অনুরাগী থেকে শুরু করে তাঁর স্বামী নিক জোনাসও। জানা গেছে, এই সিরিজের সিংহভাগ অ্যাকশন দৃশ্য নাকি প্রিয়াঙ্কা একাই করেছেন।
‘সিটাডেল’-প্রচারে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে এর আগেও প্রচুর অ্যাকশন ছবি করেছি আর সেখান থেকেই আত্মবিশ্বাসটা পেয়েছি। অসাধারণ টিমের সঙ্গে আঙুলে আঙুল মিলিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত।’ তিনি আরও বলেন, ‘এই সিরিজের ৮০ শতাংশ স্টান্ট নিজেই করেছি। কারণ, আমি বিশ্বাস করি আমার শরীর এবং প্রবৃত্তির ওপর আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। তবে আমি আগে যেগুলো করেছি, সেসব থেকে এই স্টান্টগুলো অনেক আলাদা।’
- বিষয় :
- প্রিয়াঙ্কা চোপড়া
- সিটাডলে সিরিজ
- হলিউড