বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওনে ফোন নম্বর চেয়েছিলেন তিনি। কিন্তু পেয়েছেন সানির স্বামী ড্যানিয়েলের ফোন নম্বর। আর এ ঘটনা ঘটিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কবীর বেদি।  

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, সম্প্রতি সানি লিওনের কাছে নাকি কবীর বেদি ফোন নস্বর চেয়েছেন এমন একটি রিপোর্ট প্রকাশ করে মুম্বাইয়ের টিনসেল টাউনের নামী একটি ওয়েব পোর্টাল। এই রিপোর্ট তার নজরে আসতেই তাতে রেগে আগুন কবীর বেদি।

এ নিয়ে নিজের টুইটারে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। অবশ্য পাশে পেয়েছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবারকেও।

এ প্রসঙ্গে নিজের  টুইট বার্তায় কবীর  লিখেছেন, কোনও কিছু না জেনেই ওই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেটা পুরোপুরি মিথ্যা। 

তিনি এ বিষয়ে স্পষ্ট জানান, সানির নম্বর চাওয়ার কোনও ইঙ্গিতও তিনি দেননি। 

সম্প্রতি একটি পার্টিতে  সানির স্বামী ড্যানিয়েলের সঙ্গে তার দেখা হয়। তখনই তিনি সানির কাছে নয় ড্যানিয়েলের কাছে তার ফোন নম্বর চেয়েছিলেন।

কবীর বেদি জানান, ওই পোর্টালটি ক্ষমাপ্রার্থনা না করলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। যদিও পোর্টালের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি তাকে। কবীর বেদির বক্তব্য , এমন ভুয়া তথ্য কোথা থেকে পেয়েছে তারা?

মডেলিং, সিনেমা, টেলিভিশন, থিয়েটার, বেতারে কবীর বেদির অবাধ বিচরণ।  ভারত, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপেও তার ক্যারিয়ার বিস্তৃত। বিনোদনে সুদর্শন পুরুষদের মধ্যে অন্যতম তিনি। 

১৯৭১ সালে, ‘হালচাল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কবীর বেদির। এখনও পর্যন্ত অভিনয় করেছেন ষাটটিরও বেশি ভারতীয় ছবিতে।