ঢাকায় নয়, ‘জয় বাংলা কনসার্ট’ এবার চট্টগ্রামে

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ১৫:৪২ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ১৫:৫৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছরধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে ‘জয় বাংলা কনসার্ট’।
প্রতিবছর ৭মার্চ ঢাকায় কনসার্ট অনুষ্ঠিত হলেও এবার বদলে গেছে আয়োজনের ভেন্যু। ঢাকার বদলে আগামীকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হতে যাচ্ছে একনসার্ট। যেখানে পারফর্ম করবে এ সময়ের আলোচিত ৯ ব্যান্ডআর্টসেল, লালন, ক্রিপটিক ফেইট,নেমেসিস, চিরকুট, মেঘদল, এভয়েড রাফা, কার্নিভাল ও তীরন্দাজ।
বরাবরের মতোই এ আয়োজন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের [সিআরআই] প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’। আয়োজকরা জানান, ইয়াং বাংলার ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অনলাইনেনিবন্ধনকারী দর্শকরা এআয়োজন উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় দর্শকের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট।
মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, চট্টগ্রামবাসীকেকাঙ্ক্ষিত কনসার্ট উপহার দিতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আশা করছেন, দর্শক-শ্রোতার প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে সফলভাবে শেষ হবে সংগীতের আয়োজন।
আওয়ামী লীগের ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ জানিয়েছেন, কয়েক বছর ধরে আয়োজিত হওয়া ‘জয় বাংলা কনসার্ট’ তরুণদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। যার কারণে অনেকের চাওয়া ছিলশুধু ঢাকা নয়, দেশের অন্যান্য স্থানেও যেন এর আয়োজন করা হয়। সেসব দর্শক-শ্রোতার চাওয়াকে প্রাধান্য দিয়েই এবার চট্টগ্রামে ‘জয় বাংলা কনসার্ট’-এর পরিকল্পনা। ঢাকার মতো চট্টগ্রামের দর্শকের মধ্যেও এআয়োজন সাড়া ফেলবে বলেআশা প্রকাশ করেন তিনি।
কনসার্টে অংশ নেওয়া ব্যান্ডগুলোর সদস্যরা জানান, মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের কাছে একাত্তরের ৭মার্চের ইতিহাস তুলে ধরা এবং গানে গানে দেশাত্মবোধ জাগিয়ে তুলতেই মঞ্চে উঠবেন তারা। শোনাবেন সেইসব গান, যা তাদের মা, মাটি ও দেশ নিয়ে কিছুটা হলেও ভাবাবে। একই সঙ্গে সবার প্রত্যাশা পূরণে থাকবে সমকালীন জনপ্রিয় গানগুলোর পরিবেশনা।
সম্প্রতি ব্যান্ড ক্রিপটিক ফেইট প্রকাশ করেছেতাদের চতুর্থ অ্যালবাম ‘নয় মাস’। মুক্তিযুদ্ধের ৯ মাসে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো নিয়ে তৈরি হয়েছে এঅ্যালবামের গানগুলো; যার পরিবেশনা থাকছে জয় বাংলা কনসার্টে। গানগুলো এ কনসার্টের জন্য প্রাসঙ্গিক বলেই তাদের এমন পরিকল্পনা। একইভাবে নেমেসিস, চিরকুট, আর্টসেল, মেঘদলসহ অন্যান্য ব্যান্ডও তাদের পরিবেশনায় সেই গানগুলো রাখার কথা জানিয়েছে, যেগুলোয় স্বদেশ-সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসের নানা অধ্যায় সংযুক্ত হয়েছে। সবমিলিয়ে কনসার্টটি সব শ্রেণির দর্শক-শ্রোতার মনোযোগ কাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
প্রসঙ্গত, ২০১৫ সালে ঢাকায় প্রথমবারের মতো ‘জয় বাংলা কনসার্ট’-এর আয়োজন করা হয়; যা তরুণদের মধ্যেব্যাপক সাড়া ফেলেছিল। এরপর প্রতিবছর ধারাবাহিকভাবে এ আয়োজন হয়ে আসছে। তবে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালে কনসার্টের আয়োজন হয়নি। দুই বছর বিরতির পর গত বছর ফের শুরু হয় কনসার্ট।
- বিষয় :
- জয় বাংলা কনসার্ট
- চট্টগ্রাম
- সিআরআই