এক ফ্রেমে এলেন নায়ক আলমগীরের তিন সন্তান
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৮:০৭ | আপডেট: ১১ মে ২০২৪ | ১৮:১৪
নিজের কাজের আপডেট ও নানা সময়ে ষ্টেজ শোর ছবি সামাজিক মাধ্যমে হরহামেশাই প্রকাশ করেন কন্ঠশিল্পী আঁখি আলমগীর। এবার ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন এই নন্দিত কন্ঠশিল্পী।
ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদকে। এতো দিন আঁখি ছাড়া বাকি দুজন মিডিয়ার কাছে অনেকটা আড়ালেই থেকেছেন। চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন।
ছবি পোস্ট করে তাইতো ভক্তদের সঙ্গে ভাই-বোনকে পরিচয়ে করিয়ে দিতে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আঁখি ও তার পরিবার। কেউ লিখেছেন, ‘প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কন্ঠ শিল্পী আঁখি আলমগীর এর দুইজন ভাইবোন আছেন।’
কেউ লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা, সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।’
আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। এ সংসারেই আঁখি আলমগীর, মেহরুবা ও তাসবিরের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর।
- বিষয় :
- আঁখি আলমগীর
- আলমগীর