তাজমহলের বন্ধ কুঠুরিতে মূর্তি আছে কি-না জানা গেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২২ | ০৫:৩২ | আপডেট: ১৭ মে ২০২২ | ০৫:৩২
তাজমহলের বন্ধ কুঠুরিতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা সঠিক নয়। ওই দাবি যে সঠিক নয় তা প্রমাণ করতে তাজমহলের ২২টি বন্ধ কুঠুরির কয়েকটির ছবি প্রকাশ করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)। তাতে কুঠুরিতে কোনো মূর্তি দেখা যায়নি। খবর- টাইমস অব ইন্ডিয়ার।
সংরক্ষণ কাজের জন্য চলতি বছরের জানুয়ারিতে এসব বন্ধ কুঠুরি খোলা হয়েছিল। ভূগর্ভস্থ এই কুঠুরিগুলো সব সময় বন্ধ থাকে বলে দাবি করা হয়ে থাকে।
বন্ধ কুঠুরিগুলোতে হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে কি না, তা জানতে চেয়ে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্মৌ বেঞ্চ গত বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপির অযোধ্যার মিডিয়া ইনচার্জ রজনীশ সিং ‘জনস্বার্থে’ একটি মামলা করে। তবে মামলাটি খারিজ করে দেন আদালত।

ইউনেসকো–ঘোষিত বিশ্ব ঐতিহ্য তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম। এই স্থাপত্যের অন্দরে ২২টি প্রকোষ্ঠ স্থায়ীভাবে বন্ধ রয়েছে।
মামলার আবেদনকারীর স্পষ্ট দাবি, আজ যার পরিচয় তাজমহল, তা আসলে ‘তেজো মহালয়’ নামের এক প্রাচীন শিবমন্দির, যার ওপর নির্মিত হয়েছে তাজমহল। তার আবেদন ছিল, তাজমহলের ‘প্রকৃত ইতিহাস’ অনুসন্ধানে দায়িত্ব দেওয়া হোক এএসআইকে। পরীক্ষা করে দেখা হোক, কোনো হিন্দু মন্দিরের কাঠামোর ওপর মোগল সম্রাট শাহজাহান এই বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছিলেন কি না।
১৩ মে এএসআইর জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহলের মূল কাঠামোর নিচের ওই কক্ষগুলো ‘সব সময় বন্ধ থাকে না’। এসব কক্ষে কোনো দেবদেবীর মূর্তি নেই। কর্মকর্তারা জানিয়েছেন, বহু নথি ও প্রতিবেদন পর্যালোচনা করে এখন পর্যন্ত এসব কুঠুরিতে কোনো হিন্দু দেবদেবীর মূর্তি থাকার অস্তিত্ব মেলেনি।
- বিষয় :
- তাজমহল
- মূর্তি
- বন্ধ কুঠুরি
- ভারত