গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

ছবি- এনডিটিভি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১৮:৫১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ২১:৫৩
ভারতের গুজরাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন ১০ জন। নিহত সকলেই ওই গাড়িটির আরোহী ছিলেন। খবর- এনডিটিভি।
বুধবার (১৭ এপ্রিল) আহমেদাবাদ থেকে ভাদোদরা যাচ্ছিল ওই মারুতি সুজুকি গাড়িটি। পথিমধ্যে নাদিয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর দুটি অ্যাম্বুলেন্স ও একটি এক্সপ্রেস হাইওয়ে প্যাট্রোল টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলেই আটজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুই জন।
দুর্ঘটনার পর ওই সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ওই এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেশাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হয়তো সময়মতো ব্রেক কষতে না পারায় ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগায় গাড়িটি।
- বিষয় :
- ভারত
- গুজরাট
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় নিহত