শিশুদের স্কুলে ফেরত পাঠানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর

বরিস জনসন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০১:২৯
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সেপ্টেম্বর মাস থেকে শিশুদের স্কুলে ফেরত পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এপির এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাজ্যের স্কুলগুলো প্রথমবারের মতো পুরোপুরি চালু হতে যাচ্ছে।
বরিস জনসন বলেছেন, বিদ্যালয়গুলো পুনরায় চালু করা সরকারের ‘নৈতিক দায়িত্ব’। খবর ইউএনবির
তিনি বলেন, ২৩ মার্চ থেকে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই সময়ের তুলনায় কর্তৃপক্ষ এখন করোনাভাইরাস সম্পর্কে বেশি ধারণা রাখে।
করোনাভাইরাসের সংস্পর্শে আসার চেয়ে স্কুল থেকে দূরে থাকলে শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যুক্তরাজ্যের শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তাদের এমন একটি যৌথ বিবৃতির কয়েক ঘণ্টা পরই শিশুদের স্কুলে পাঠানোর আহ্বান জানান জনসন।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ‘শিখতে এবং বন্ধুদের সাথে থাকার জন্য বাচ্চাদের ক্লাসরুমে ফিরিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সামাজিক দূরত্ব নিশ্চিত করা হলেও তা শিশুদের সুরক্ষিত রাখবে কি না এমন আশঙ্কা প্রকাশ করে স্কুল পুনরায় চালু করার বিষয়ে অভিভাবক এবং শিক্ষকরা উদ্বেগ প্রকাশ করার পরপরই দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো।