ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

রুশপন্থি মিছিল থেকে, ‘রাশিয়া মানবজাতিকে রক্ষা করছে’

রুশপন্থি মিছিল থেকে, ‘রাশিয়া মানবজাতিকে রক্ষা করছে’

মিছিলের একটি চিত্র

অনলাইন ডেস্ব

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৭:৩৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৯:২৪

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ান বাহিনী আক্রমণ শুরু করে। এরপর এই আক্রমণের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এখনো হচ্ছে। এবার উল্টো চিত্র দেখা গেল সার্বিয়ায়। 

শনিবার ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে দেওয়া বিবিসি অনলাইনের লাইভ আপডেটে বলা হয়, গত রাতে রুশপন্থিরা সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিশাল মিছিল করেছে। ওই মিছিলের একটি ভিডিও প্রকাশ করেছে বিবিসি। 

ভিডিওতে মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তিকে বলতে দেখা যায়, এটা মানবজাতিকে রক্ষার বিষয়। রাশিয়া মানবজাতি, সভ্যতা ও বিশ্বাস রক্ষা করছে। এটা মন্দের বিরুদ্ধে ভালোর যুদ্ধ। আমরা জানি সৃষ্টিকর্তার মহিমায় রাশিয়া জিতবে। 

আরেক ব্যক্তি বলেন, আমরা আমাদের ভাইদের সমর্থন করছি। 


আরও পড়ুন

×