ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কালো টাকার মালিকদের শ্বেতপত্র প্রকাশের দাবি বাম জোটের

কালো টাকার মালিকদের শ্বেতপত্র প্রকাশের দাবি বাম জোটের

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৮:০৬

দুর্বৃত্তায়ন ও টাকা পাচারে জড়িত, ঋণ খেলাপি এবং কালো টাকার মালিকদের তালিকাসহ শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজিজ-বেনজীর-আনারের ঘটনায় উদ্বেগ জানিয়ে নেতারা বলেছেন, এসব ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতির চেহারা যতটুকু ফুটে উঠেছে, তা ভয়াবহ। বর্তমান সরকারের নীতি ও ওপরের মহলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ঘটনা একেবারেই অসম্ভব।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই দাবি জানানো হয়। 

বাম জোটের সমন্বয়ক ও সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, ইকবাল কবির জাহিদ, মাসুদ রানা, মোশরেফা মিশু, আব্দুল আলী, আব্দুস সাত্তার, মোশারফ হোসেন নান্নু, শহিদুল ইসলাম সবুজ, তসলিমা আক্তার প্রমুখ। 

সভায় পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে যথাযথ উদ্যোগ গ্রহণ এবং এর সঙ্গে জড়িত ও প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসব দাবিতে গণআন্দোলন-গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। 

এছাড়া আগামী ১ জুন সারাদেশে যার যার অবস্থান থেকে রাস্তায় নেমে বিক্ষোভ ও প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং দুঃশাসনের অবসান ও জনমনের সংকট মোচনের দাবিতে আগামী ৮ জুন দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের আহ্বান জানানো হয়।
 

আরও পড়ুন

×