ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

স্থায়ী কমিটির বৈঠক 

সরকার-সংশ্লিষ্টদের দুর্নীতি নিয়ে লিফলেট বিতরণের সিদ্ধান্ত বিএনপির

সরকার-সংশ্লিষ্টদের দুর্নীতি নিয়ে লিফলেট বিতরণের সিদ্ধান্ত বিএনপির

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২২:৩২ | আপডেট: ০৪ জুন ২০২৪ | ২২:৩৩

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশপ্রধান বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। বিএনপি নেতারা দুই বাহিনীর সাবেক দুই শীর্ষ কর্মকর্তার দুর্নীতি এবং এ বিষয়ে সরকারের অবস্থান ও কৌশল নিয়ে বিশ্লেষণ করেছেন। একই সঙ্গে সরকার-সংশ্লিষ্ট আরও দুর্নীতিবাজ কর্মকর্তা এবং মন্ত্রী-এমপি ও নেতাদের নিয়ে লিফলেট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, গণমাধ্যমে আজিজ ও বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ উঠলেও সরকার অন্য সময়ের মতো কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে না– এ নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন নেতা। নেতারা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে না। অথচ এ ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে সরকার এতটা সহনশীল কখনোই ছিল না। নেতাদের কেউ কেউ মনে করেন, আজিজ বেনজীর ইস্যুর আড়ালে হয়তো সরকার অন্য কোনো কাজ করছে। হয়তো সরকার অর্থনীতিসহ অন্য কোনো বড় চাপে বেসামাল আছে, যা প্রকাশ করতে চাচ্ছে না বলে আজিজ-বেনজীর ইস্যু জিইয়ে রাখছে।

এদিকে কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চোরাকারবারের সঙ্গে জড়িত বলে মনে করেন বিএনপি নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বলেন, এ দু’জন সাবেক কর্মকর্তাসহ সরকার-সংশ্লিষ্ট আরও অনেকের দুর্নীতির তথ্যপ্রমাণসহ লিফলেট বিতরণ করার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তথ্যপ্রমাণ সংগ্রহ করতে দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হবে।

বৈঠকে নেতারা বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং মন্ত্রী-এমপি ও ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ বিএনপি আগে থেকেই করে আসছিল। তাদের সেই অভিযোগের সত্যতা এখন গণমাধ্যমের মাধ্যমে বের হয়ে আসছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিএনপির জাতীয় কাউন্সিল করার বিষয়ে আবারও আলোচনা হয়েছে। কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অনির্ধারিত এ আলোচনা উত্থাপন করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর সঙ্গে একমত পোষণ করেন।

আরও পড়ুন

×