ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দখলদারিত্ব-সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবি বাম জোটের

দখলদারিত্ব-সন্ত্রাস চাঁদাবাজি বন্ধের দাবি বাম জোটের

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:৪৬

দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব, সন্ত্রাস-চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে অবিলম্বে এগুলো বন্ধের দাবি জানিয়েছেন নেতারা। তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও দখলদারিত্ব বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে দেশবাসী আশা করেছিল। কিন্তু এর উল্লেখযোগ্য প্রতিফলন এখনও দৃশ্যমান হচ্ছে না।

গতকাল রোববার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কোনো বিশেষ দল বা গোষ্ঠী বিজয়ী হয়নি। কিন্তু দেশের বিভিন্ন স্থানে পাল্টা দখলদারিত্ব, নীরব চাঁদাবাজি ও হুমকি-ধমকি চলছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনাসহ এ সময়ে ও অতীতের সব দখলদারিত্বের অবসান ঘটাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে।
 
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা মেডিকেল কলেজে সংঘটিত ঘটনার জের ধরে সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা, আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানা ভাঙচুরসহ নৈরাজ্যকর ঘটনা ঘটে চলেছে। এগুলো সরকারকে অস্থিতিশীল করার সুগভীর চক্রান্ত। অবিলম্বে এ চক্রান্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসক ও শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

বিবৃতিতে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা ও আবদুল আলী। 

আরও পড়ুন

×