ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাম জোটের

তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বাম জোটের

ছবি: সংগৃহীত

সমকাল প্র‌তি‌বেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ২১:২৬

সয়াবিন তেলের মূল্য প্রতি লিটারে ১৪ টাকা ও নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এই সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী জোটটি বলছে, লুটেরা মাফিয়া ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নেওয়া এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আজ বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, গ্যাস-তেলের মূল্য বৃদ্ধি চলমান জনজীবনের সংকট আরও ঘনীভূত করবে। স্বৈরাচারী কায়দায় জনস্বার্থের বিপরীতে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি করে সিন্ডিকেট-মাফিয়াদের স্বার্থের পক্ষে অবস্থান নিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র পরিষ্কার করে তুলছে।

নেতারা বলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও নতুন শিল্পকে সংকটে ফেলবে। বাড়বে উৎপাদন খরচ, যা স্বাভাবিকভাবে সরকার জনগণের ঘাড়ে চাপাবে। এতে জনজীবনে সার্বিক সংকট ও বেকারত্ব বাড়বে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

আরও পড়ুন

×