ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

দ্রুত নির্বাচনই রাজনৈতিক সংকট সমাধানের পথ: ওয়ার্কার্স পার্টি

দ্রুত নির্বাচনই রাজনৈতিক সংকট সমাধানের পথ: ওয়ার্কার্স পার্টি

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০০:১৭ | আপডেট: ২৫ মে ২০২৫ | ০০:২৫

আবারও শাসনতান্ত্রিক সংকট সৃষ্টি নয়, দ্রুত নির্বাচনকেই বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানের সুষ্ঠু পথ বলে মনে করছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, জনগণ অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্টভাবে একটি সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন ও রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আশা করছে। জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে ‘বাত রোগ ভালো করার বদলে কুষ্ঠ রোগে আক্রান্ত হবার’ আশঙ্কাই বাড়িয়ে তুলবে।

শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন অন্তর্বর্তী সরকারের সৃষ্ট সংকটেরই বহিঃপ্রকাশ। ৫ আগস্ট-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে দেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রবর্তন করবে– এটাই ছিল জনপ্রত্যাশা। দুর্ভাগ্যজনকভাবে সরকার গত ৯ মাসে অন্য নানা উদ্যোগ নেওয়ায় নিজেদের জনবিচ্ছিন্ন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের বিষয়গুলোও সরকার জনগণের সামনে পরিষ্কার করতে পারেনি। অনির্দিষ্ট সংস্কারের নামে কেবল সময়ক্ষেপণ করে সরকারের গণতন্ত্রের পথযাত্রা থামিয়ে রাখাও জনগণ মেনে নিচ্ছে না।

আরও পড়ুন

×