ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

গফুর হালীকে একুশে পদক দেওয়া হোক

গফুর হালীকে একুশে  পদক দেওয়া হোক

আবদুল গফুর হালী স্মরণ অনুষ্ঠানে গান করেন প্রত্যয় একাডেমির শিল্পীরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:০২

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমির উদ্যোগে চাটগাঁইয়া গানের কিংবদন্তি শিল্পী আবদুল গফুর হালীর স্মরণানুষ্ঠান ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল আলোচনা, স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠান।
একাডেমির সদস্য শিবু মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন– চট্টগ্রামের আঞ্চলিক গানের রানী, শিল্পী কল্যাণী ঘোষ, লোকসংগীত গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার,  মোহছেন আউলিয়ার গানের খ্যাতিমান শিল্পী শিমুল শীল, জনপ্রিয় শিল্পী গীতা আচার্য্য,  সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চের সভাপতি অধ্যাপক অজিত মিত্র, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, জাসাস দক্ষিণ জেলার সচিব নাসির উদ্দিন, মহসিন কাজী, মফিজুর রহমান, সাইফুল ইসলাম সোহাইল। প্রত্যয়ের নির্বাহী সদস্য এসএম হারুনর রশীদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
কল্যাণী ঘোষ বলেন, ‘আবদুল গফুর হালী আঞ্চলিক, মাইজভাণ্ডারী ও মরমি গানের অমর স্রষ্টা। তিনি শুধু গান ও সুর সৃষ্টি করেননি, তিনি একজন সুফি ব্যক্তিত্বও। গুণী এ শিল্পীর সৃষ্টি সবার কাছে তুলে ধরতে হবে।’
নাসির উদ্দিন হায়দার  বলেন, ‘আবদুল গফুর হালী দেশে মূল্যায়ন না হলেও বিশ্বের স্কলাররা তার গান ও জীবন নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক ড. হান্স তার গান নিয়ে জার্মান ভাষায় গবেষণাগ্রন্থ প্রকাশ করেছেন। আবদুল গফুর হালী চট্টগ্রামের সাধকশিল্পীদের সংগীত প্রচার করেছেন এবং কল্যাণী ঘোষ ও শিমুল শীলের মতো খ্যাতিমান শিল্পী তৈরি করেছেন।’ তিনি আবদুল গফুর হালীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো তথা মরণোত্তর একুশে পদকে ভূষিত করার দাবি জানান।
অনুষ্ঠানে আবদুল গফুর হালী রচিত সংগীত পরিবেশন করেন শিল্পী কল্যাণী ঘোষ, শিমুল শীল, নাসির উদ্দিন হায়দার, গীতা আচার্য, ফেরদৌস হালী, আলাউদ্দিন কাওয়াল, সিফাত আমিরী, শিবু মল্লিক, মোহাম্মদ মহিউদ্দিন। দলীয় সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন

×