ওয়াশিংটনে রাবি'র প্রাক্তন ছাত্র সংসদের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ০৪:১৫ | আপডেট: ০৪ আগস্ট ২০২৩ | ০৪:১৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বনভোজনের দিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)'র প্রাক্তন ছাত্র সংসদের কমিটি গঠন করা হয়েছে। এতে জহুরুল ইসলাম সভাপতি এবং আজিমা আজমল (রক্সি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৯ শে জুলাই (শনিবার) বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ওয়াশিংটনের রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সেখানেই হয় অ্যাসোসিয়েশনের নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন ড. মোহাম্মদ কাসেম ও ড. এন্তাজুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ইন্তাজুল হক জানান, তিনিই ছিলেন অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সম্পাদক। ২০২১ সালে ২৩ শে অক্টোবর পথ চলা শুরু হয় সংগঠনটির।
- বিষয় :
- রাবি
- ওয়াশিংটন
- অ্যালামনাই অ্যাসোসিয়েশন