ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী প্রদান

সুবিধাবঞ্চিতদের খাদ্যসামগ্রী প্রদান

রাজধানীর পুরান ঢাকায় ফ্রি বার্ডস ক্লাবে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী

জাহাঙ্গীর আলম

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪ | ২২:১৮

প্রতি বছরের মতো এবারও পুরান ঢাকার সুহৃদ সমাবেশের ও আস্থা সমাজ উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে পুরান ঢাকার ফ্রি বার্ডস ক্লাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সুহৃদরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবা কার্যক্রম ১-এর সভাপতি আনোয়ার হোসেন কাজল, সাবেক সভাপতি জাকির হোসেন, সহসভাপতি ও আস্থা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পুরান ঢাকার সুহৃদ রাবেয়া বসির রুমি, সহ-সাধারণ সম্পাদক কাইয়ুম খোকন, সাংগঠনিক সম্পাদক সায়েম চৌধুরী বাপ্পি, সুজন-এর ঢাকা অঞ্চলের সাবেক সমন্বয়কারী মুশফিকুল ইসলাম শিমুল, সুহৃদ ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এবারের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি একটু ভিন্ন ধরনের ছিল। যেসব পরিবার কখনও কারও কাছে হাত পাততে পারবে না, তাদের খুঁজে নীরবে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। অতিথিরা এ কার্যক্রমকে ধন্যবাদ জানান। উপহারসামগ্রীর মধ্যে ছিল– ১ টা মুরগি, ১ কেজি পোলাও চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ।
আহ্বায়ক সুহৃদ সমাবেশ, ঢাকা কেন্দ্রীয় কমিটি

আরও পড়ুন

×