ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কে হচ্ছেন উয়েফার বর্ষসেরা

কে হচ্ছেন উয়েফার বর্ষসেরা

--

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ২২:৫২

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের জার্সি গায়ে গত মৌসুমটি করিম বেনজেমার জন্য ছিল স্বপ্নের মতো। ফ্রান্সকে উয়েফা নেশন্স লিগের শিরোপা জেতানোর সঙ্গে রিয়াল মাদ্রিদকে করেছেন ১৪তম বারের মতো ইউরোপ সেরা।

বৃহস্পতিবার ইস্তানবুলের রাতটি বেনজেমার হতে পারে বলে ধারণা ফুটবল বোদ্ধাদের। তাঁর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে আছেন রিয়াল সতীর্থ গোলরক্ষক থিবুত কুর্তোয়া ও ম্যানসিটির কেভিন ডি ব্রুইনে।

একই দিনে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমের গ্রুপ পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ইউরোপিয়ান ফুটবলের 'গালা' খ্যাত এ অনুষ্ঠানটি।

আরও পড়ুন

×