ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

ম্যাচ হারার পর যা বললেন সাকিব

ম্যাচ হারার পর যা বললেন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ০১:১১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ০১:১১

প্রথম তিন দিনেই চট্টগ্রাম টেস্ট একরকম নিজেদের করে নিয়েছে ভারত। শেষ দুদিন ছিল কেবল আনুষ্ঠানিকতা। চতুর্থ দিন খানিকক্ষণ লড়লেও পঞ্চম দিনের শুরুতে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ম্যাচটি ১৮৮ রানে হেরেছে টাইগাররা।

প্রথম ইনিংসে মাত্র দেড়শ রানে গুটিয়ে গেলেও ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন, উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। এছাড়া অল্পতে গুটিয়ে যাওয়ার কারণ হিসেবে লম্বা বিরতির কথাও উল্লেখ করলেন সাকিব আল হাাসন। বাংলাদেশ এর আগে সর্বশেষ টেস্ট খেলেছিল প্রায় ছয় মাস আগে। লম্বা বিরতি একটা ভূমিকা রেখেছে মনে করছেন সাকিব।

ম্যাচ শেষে সাকিব বলেন, 'ব্যাটিংয়ের জন্য এটা সত্যিই দারুণ একটা উইকেট ছিল। কিন্তু আমরা (প্রথম ইনিংসে) ভালো ব্যাটিং করতে পারিনি। ৫-৬ মাস পর আমরা টেস্ট খেলছি, এটা আদর্শ বিষয় নয়। তবে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না আমি।'

তামিম ইকবালের ইনজুরিতে সুযোগ পেয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তরুণ জাকির হাসান। জাকির মুগ্ধ করেছেন অধিনায়ককে। সাকিবের আশা ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো সেঞ্চুরি করবেন জাকির, 'সে ঘরোয়া ক্রিকেটে অনেক রান করেছে। তাই আমরা তাকে দলে নিয়েছি। আশা করছি সে বাংলাদেশের হয়ে আরও অনেক সেঞ্চুরি করবে। টেস্ট জিততে হলে আমাদের পাঁচদিন ভালো খেলতে হবে। বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে ফল পেতে হলে আমাদের চারটি ভালো ইনিংস খেলতে হবে।'

আরও পড়ুন

×