ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

চোট নিয়েই আল হিলালে নেইমার, থাকতে হবে রিহ্যাবে

চোট নিয়েই আল হিলালে নেইমার, থাকতে হবে রিহ্যাবে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৩ | ০৮:৪০ | আপডেট: ২০ আগস্ট ২০২৩ | ০৯:৪৭

রাজকীয় অভ্যর্থনায় মরুদেশে হয়েছে নেইমার বরণ। ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পর্ক এখন অতীত। নেইমারের নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল হিলাল। শনিবার রাতে নতুন জার্সিতে প্রকাশ্যে এলেন ব্রাজিলিয়ান তারকা। আলো ঝলমলে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই আল হিলালে স্বাগত জানানো হয়েছে দলের সব থেকে দামি নক্ষত্রকে।

সৌদিতে ২৫ রুমের বাড়ি ৯টি গাড়ি পাচ্ছেন নেইমার

নেইমার আল হিলালে আসতেই ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহণ গুনছে, সৌদিতে কবে হবে নেইমারের অভিষেক। তবে নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ। শিগগিরই মাঠে নামতে পারছেন না ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। আল হিলালের হয়ে তো নয়ই, নেইমার খেলতে পারবেন না ব্রাজিলের হয়েও।

বিলাসবহুল উড়োজাহাজে সৌদিতে নেইমার

ম্যাচশেষে সৌদিতে তার অভিষেক প্রসঙ্গ জানাতে গিয়ে আল হিলালের বস জর্জে জেসুস বলেন, চোট নিয়েই আল হিলালে এসেছেন নেইমার। এই মুহুর্তে কিভাবে ব্রাজিলের জাতীয় দলের স্কোয়াডে নেইমারকে রাখা হয়েছে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন জেসুস। ১৯ ফেব্রুয়ারী থেকেই ক্লাব ফুটবলে নেই সদ্য সাবেক হওয়া পিএসজির এই তারকা। গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি।

রাজকীয় অভ্যর্থনায় নেইমারকে বরণ করলো আল হিলাল

জেসুস বলেন, 'নেইমারের পেশিতে সামান্য সমস্যা রয়েছে। আমি ঠিক জানি না কবে নাগাদ সে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত হবে। ব্রাজিল জাতীয় দলে তাকে এখন পাওয়া যাবে না এবং তাদের সাথে যোগ দেওয়ার জন্য ভ্রমণ করাও উচিত নয়। সে এখন রিহ্যাবে আছে।'

আল হিলালের মেডিকেল বিভাগ আশা করছে, আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরই মাঠে নামতে পারবেন নেইমার। সে হিসেবে আল রিয়াদের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ব্রাজিলের তারকা ফুটবলারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×