রাজকোট টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুল
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৩৩
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন কেএল রাহুল। রাজকোট টেস্টে তার জায়গায় দলে নেওয়া হয়েছে দেবদূত পাডিক্কালকে।
দ্বিতীয় টেস্টেও রাহুল দলে ছিলেন না। ইনজুরির কারণে তৃতীয় টেস্টও মিস করতে যাচ্ছেন তিনি। ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না।
বিসিসিআই জানিয়েছে, রাহুল ৯০ শতাংশ ম্যাচ ফিটনেসে ফিরেছে। তাকে বিসিসিসিআই-এর মেডিকেল টিম পর্যবেক্ষণে রেখেছে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে সুস্থ হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
শ্রেয়াস আইয়ার ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন। রাহুলও ইনজুরিতে আছেন। রাজকোট টেস্টে তাই চেতেশ্বর পূজারার ফেরার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্ট রজত পতিদার, সরফরাজ খানদের ওপর ভরসা রেখেছে।
ভারতের তৃতীয় টেস্টের দল: রোহিত শর্মা, জশস্বী জয়সাওয়াল, শুভমন গিল, সরফরাজ খান, রজত পতিদার, রবীন্দ্র জাদেজা, কেএস ভারত, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবিশচন্দন অশ্বিন, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দ্বীপ, দেবদূত পাডিক্কাল।
- বিষয় :
- কেএল রাহুল
- ভারত-ইংল্যান্ড-২০২৪