সৌদির ২০৩৪ বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত নেইমার
ব্রাজিলের আল হিলাল তারকা নেইমার জুনিয়র। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১০
কাতারের পর বিশ্বকাপ ধামাকা নিয়ে হাজির হবে সৌদি আরব। ২০৩৪ সালে আরব দেশটিতে হবে ফুটবলের মহাযজ্ঞ। অস্ট্রেলিয়া বিশ্বকাপ পাওয়ার বিড থেকে সরে যাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় সৌদি আসরটি আয়োজনের সুযোগ পেতে যাচ্ছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত সৌদি লিগের ক্লাব আল হিলালে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
নেইমার বলেন, ‘বিশ্বকাপ সৌদিতে হবে জেনে খুবই ভালো লাগছে। সবার জন্য এটা খুবই উচ্ছ্বসিত হওয়ার মতো আসর হবে আশা করছি। বিশ্ববাসীর জন্য এটা সৌদির সমাজ-সংস্কৃতি সম্পর্কে জানার ভালো একটা সুযোগ হবে।’
সৌদি কাতার বিশ্বকাপের পর থেকেই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য মরিয়া হয়ে ওঠে। ফিফার নিয়ম অনুযায়ী, ওই বিশ্বকাপ এশিয়া ও ওশেনিয়া মহাদেশের জন্য বরাদ্দ। বিশ্বকাপ আয়োজনের ফেবারিটও ছিল অস্ট্রেলিয়া। কিন্তু যৌথভাবে ২০২৩-এর নারীদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তারা। ২০৩৪ বিশ্বকাপের জন্য আবেদন করেনি।
কাতার বিশ্বকাপের পর থেকেই দু’হাত খুলে ফুটবলে বিনিয়োগ শুরু করেছে সৌদি। রোনালদো, বেনজেমা, নেইমার জুনিয়র, সাদিও মানেদের সৌদি লিগে এনেছে। ভিনিসিয়াস-অ্যালিসন-এদেরসনের মতো ফুটবলারে চোখ তাদের। বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পাওয়া সৌদির প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেছেন নেইমার, ‘সৌদির বিশ্বকাপ সকলের জন্য দারুণ অভিজ্ঞতার হবে, তাদের বিশ্বকাপ আয়োজনের সুযোগ প্রাপ্য।’
- বিষয় :
- নেইমার জুনিয়র
- সৌদি প্রো লিগ