ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

নাসুমকে হাথুরুর লাঞ্ছিত করার বিষয়ে জানেন না শান্ত

নাসুমকে হাথুরুর লাঞ্ছিত করার বিষয়ে জানেন না শান্ত

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪ | ১২:৪১

সম্প্রতি লঙ্কান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বিসিবি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজই সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট। যেটি শুরু হবে আগামীকাল। এর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন শান্ত। যেখানে প্রশ্ন শুনতে হয় সদ্য বরখাস্ত হওয়া হাথুরুসিংহেকে নিয়ে।

লঙ্কান এই কোচের বরখাস্ত হওয়ার পেছনে বড় কারণ ছিল, জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে বিদেশ সফরের সময় অসদাচরণ ও আচরণবিধি লঙ্ঘন। নাসুম আহমদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল তারত তার বিরুদ্ধে। তবে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।

হাথুরুর নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ব্যাপারে জানতে চাওয়া হলে শান্ত বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। কিচ্ছু না।’

আরও পড়ুন

×