ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

লাঞ্চের পর নাহিদের উইকেট

লাঞ্চের পর নাহিদের উইকেট

তাইজুল ইসলামের উইকেট উদযাপন। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১০:২১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ | ১৩:০৫

ব্যাটিং স্বর্গ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার টনি ডি জর্জির সঙ্গে ২০১ রানের জুটি দিয়ে সেঞ্চুরি করে ফেরেন ত্রিস্তান স্টাবস।

দ্বিতীয় দিনও ভালো শুরু করে তারা। কিন্তু লাঞ্চের আগে পরপ তিন ওভারে তিন উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। উইকেটে জমে যাওয়া টনি ডি জর্জি ও ডেভিড বেডিংহামকে ৯৯তম ও ১০১তম ওভারে আউট করেন তিনি। পরের ওভারে এসে ফেরান কাইল ভেরায়েনেকে। চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদের প্রথম ৫ উইকেটই নেন বাঁ-হাতি এই স্পিনার। পরে রিকেলটনকে ফিরিয়েছেন পেসার নাহিদ রানা। 

দক্ষিণ আফ্রিকা ১১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২৮ রান করেছে। ওয়ান মুলদার ২২ রানে খেলছেন। তার সঙ্গী সেনুরান মুত্তুস্বামী। বেডিংহাম ৭৮বলে ৫৯ রান করে আউট হয়েছেন। চারটি ছক্কা মেরেছেন তিনি। ডি জর্জি ২৬৯ বলে খেলেছেন ১৭৭ রানের ইনিংস। তিনি ১২টি চারের সঙ্গে চারটি ছক্কা তুলেছেন। ভেরায়েনে রান করতে পারেননি। ৫ রানের মধ্যে এই তিন উইকেট নেন তাইজুল। রিকেলটন ১২ করে ফিরেছেন।  

জর্জি-স্টাবসের সেঞ্চুরি: প্রোটিয়া ব্যাটার ডি জর্জি ও স্টাবস ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। এর মধ্যে স্টাবস ১০৬ রানে আউট হন। তার আগে অধিনায়ক এইডেন মার্করাম ৩৩ রান করে সাজঘরে ফিরে যান। 

মিরাজ-রানাদের কঠিন দিন: চট্টগ্রামে প্রথম দিন কঠিন গেছে বাংলাদেশের বোলারদের। নাহিদ প্রথম দিন ১৩ ওভারে ২.৬০ গড়ে ৩৪ রান দিলেও উইকেট নেওয়ার মতো বল করতে পারেননি। অফস্পিনার মিরাজ ২১ ওভার হাত ঘুরিয়ে ৪.৫০ গড়ে দেন ৯৫ রান। অন্য প্রান্তে বাঁ-হাতি তাইজুল ৩০ ওভার বোলিং করে ১১০ রান ২ উইকেট নেন। হাসান ১৩ ওভারে ৩.৬০ গড়ে দেন ৪৭ রান। জর্জিকে দু’বার আউটের সুযোগ তৈরি করেন তিনি। 

আরও পড়ুন

×