ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

৭ গোলের বড় জয়ে নেশন্স লিগের কোয়ার্টারে জার্মানি

৭ গোলের বড় জয়ে নেশন্স লিগের কোয়ার্টারে জার্মানি

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০৯:৫৭ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৩:০৯

নকআউট পর্ব অনেকটা নিশ্চিতই ছিল জার্মানির। শেষ ম্যাচে জয়ে পেলে যাওয়া যাবে গ্রুপ সেরা হয়েই- এমন সমীকরণ নিয়েই বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নেমেছিল নাগালসম্যানের দল। তবে শুধু জয় নয়, দুর্বল প্রতিপক্ষকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে জার্মানরা। ফ্রেইবুর্কে শনিবার উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ৭-০ গোলে জিতেছে জার্মানি। যা কিনা উয়েফা নেশন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভির্টজ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে দেন মুসিয়ালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লাইনডিন্সট। ম্যাচে ৩৭ মিনিটে আর্সেনাল ফরোয়ার্ড হাভার্টজ আরেকটি গোল করলে জার্মানি ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায়। 

দ্বিতীয়ার্ধে ৫০ ও ৫৭ মিনিটে টানা দুটি গোল করেন বায়ার লেভারকুসেনে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে।
আর ক্লাইনডিন্সট ৭-০ করেন ৭৯ মিনিটে।

দলের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বেশ খুশি কোচ ইউলিয়ান নাগালসম্যান। র‍্যাঙ্কিংয়ের ৭৪ নম্বরে থাকা রক্ষণে বেশি মনোযোগী দলের বিপক্ষে বড় জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন।’

গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস, তাদের পয়েন্ট ৮।

whatsapp follow image

আরও পড়ুন

×