ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

দুই বন্ধুর ব্যাটিং তাণ্ডব, আরিফুলে ম্লান জিসানের সেঞ্চুরি

দুই বন্ধুর ব্যাটিং তাণ্ডব, আরিফুলে ম্লান জিসানের সেঞ্চুরি

এনসিএল টি-২০তে জিসান আলমের সেঞ্চুরি। ছবি: ইউসুফ আলী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৪:০৪ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৪:১০

ন্যাশনাল ক্রিকেট লিগ টি-২০’র প্রথম দিনই সিলেটে রান উৎসব হয়েছে। সিলেট বিভাগের হয়ে প্রথমদিনই সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০ বছর বয়সী ব্যাটার জিসান আলম। তার পাল্টা দিয়েছেন আরেক তরুণ আরিফুল ইসলাম। ঢাকা বিভাগের হয়ে সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলে তিনি দলকে জিতিয়েছেন ৬ উইকেটে। 

প্রথমে ব্যাট করে সিলেট বিভাগ ৪ উইকেটে ২০৫ রান তোলে। নারায়নগঞ্জের ছেলে হলেও জিসান খেলছেন সিলেটের হয়ে। ওপেনিংয়ে নেমে মারকুটে ব্যাটিংয়ের জন্য আগেই পরিচিতি পাওয়া জিসান ৫৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ১০টি ছক্কা ও চারটি চারের শট আসে। 

এছাড়া ওপেনার তৌফিক খান ১৭ বলে ২৯ রান যোগ করেন। উইকেটরক্ষক অমিত হাসান ২৫ বলে খেলেন ২৬ রানের ইনিংস। তার ধীর ব্যাটিংয়েই কিছুটা পিছিয়ে যায় সিলেট। অধিনায়ক মাহফুজুর রাব্বি ১৭ বলে ৩০ রানের ইনিংস খেললে দুইশ’ ছাড়ায় সিলেট। 

ঢাকা বিভাগের উইকেট উদযাপন। পরে জয়ও তুলে নেয় তারা। ছবি: ইউসুফ আলী

জবাবে ঢাকা শুরুতে প্রথম দুই ব্যাটারকে হারায়। ওপেনার ও অধিনায়ক সাইফ হাসান শূন্য করে ফেরেন। আশিকুর রহমান শিবলি খেলেন ১৭ রানের ইনিংস। তিনে নামা ২০ বছর বয়সী আরিফুল ইসলাম ৪৬ বলে ৯৪ রানের ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। আটটি ছক্কা ও ছয়টি চারের শট মারেন তিনি। তাকে সঙ্গ দিয়ে আরাফাত সানি জুনিয়র ১৮ বলে ২৭, মাহিদুল অঙ্কন ২৩ বলে ৩০ ও শুভাগত হোম চৌধুরী ১৮ বলে ৩১ রান করে দলকে জেতান। 

এনসিএল টি-২০’র উদ্বোধনী দিন দুই বন্ধু জিসান ও আরিফুলের ব্যাটিং দেখলেন ভক্তরা। তাদের দু’জনের বয়সই ২০ বছর। একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলে। যে দলের অধিনায়ক ছিলেন আরিফুল। 

আরও পড়ুন

×