শেষ চার নিশ্চিতের ম্যাচে বড় পুঁজি চট্টগ্রামের

ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ১৯:২৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ২০:৪৪
চলতি বিপিএলে ১০ ম্যাচে ৬ জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতলেই সমীকরণের হিসাব চুকিয়ে সেরা চারে পা রাখবে তারা। ওই লড়াইয়ে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম।
দলের পাকিস্তানি ওপেনার খাজা নাফি দারুণ এক ফিফটি পেয়েছেন। ফিফটি করেছেন দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তানজিম সাকিব তিন উইকেট পেলেও দলের অন্য বোলাররা রান আটকাতে পারেনি।
ঢাকায় বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। সেখান থেকে নাফি ও মিঠুন ৯৪ রানের জুটি গড়েন। নাফি খেলেন ৩০ বলে ৫২ রানের ইনিংস। তার ব্যাট থেকে পাঁচটি ছক্কা ও একটি চারের শট আসে।
মিঠুনও খেলেন ৫২ রানের ইনিংস। তার ৩৮ বলে খেলা ইনিংসে তিনটি ছক্কা ও দুটি চারের শট ছিল। এছাড়া শামীম পাটোয়ারি ২৩ বলে ৩৮ রান করেন। চারটি চার ও দুটি ছক্কা হাঁকান এই বাঁ-হাতি তরুণ। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৫ রান করেন খালেদ আহমেদ।
সিলেটের হয়ে তানজিম সাকিব ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। রুয়েল মিয়া ৪ ওভারে ৪২ রানে নেন ২ উইকেট। সামিউল্লাহ সিনওয়ারি ৪ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট দখল করেন।
- বিষয় :
- বাফুফে সভাপতি